ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

ফরহাদ মজহারকে উদ্ধার, প্রধানমন্ত্রীকে হেফাজতের ধন্যবাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
ফরহাদ মজহারকে উদ্ধার, প্রধানমন্ত্রীকে হেফাজতের ধন্যবাদ

ঢাকা: বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও দার্শনিক ফরহাদ মজহার অপহৃত হওয়ার পর তড়িৎ কার্যকর পদক্ষেপ নিয়ে তাকে উদ্ধার করায় পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে তারা এ ধন্যবাদ জানায়।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ফরহাদ মজহারের জীবন রক্ষায় প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন, তা অবশ্যই প্রশংসনীয় এবং তাতে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহবান, স্বাধীন-সার্বভৌম শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী ‘বন্ধু রাষ্ট্রের’ সব ধরনের হস্তক্ষেপ ও অন্যায় আবদার সাহসিকতার সাথে রুখে দাঁড়ান। হেফাজতে ইসলামসহ দেশপ্রেমিক সব নাগরিক আপনার এমন পদক্ষেপে সার্বিক সহযোগিতা করবে।

বিবৃতিদাতারা হলেন- হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, যুগ্ম-মহাসচিব মওলানা লোকমান হাকিম, মওলানা মুফতী ফয়জুল্লাহ, মওলানা মুঈনুদ্দীন রুহী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ