ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অন্যান্য দল

পুলিশি হামলার প্রতিবাদে বগুড়ায় মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
পুলিশি হামলার প্রতিবাদে বগুড়ায় মিছিল-সমাবেশ পুলিশি হামলার প্রতিবাদে বগুড়ায় মিছিল-সমাবেশ- ছবি: আরিফ জাহান

বগুড়া: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে ছাত্র ফ্রন্টের জেলা শাখার সভাপতি রাধা রানী বর্মনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, সাংগঠিনক সম্পাদক ধনঞ্জয় বর্মন, অর্থ সম্পাদক মুক্তা আক্তার মীম, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য পলাশ বর্মন, বিকাশ রায় প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দিন দিন শিক্ষা যতো সংকট বাড়ছে, ততই শিক্ষার্থীরা দাবি আদায়ে আন্দোলন বেগবান করার চেষ্টা করছে। কিন্তু সরকার ও প্রশাসন সেই সংকট নিরসন করছে না। উল্টো শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলন পুলিশ দিয়ে দমানোর চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার করছে।

তাই গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের ‍অবিলম্বে মুক্তি ও আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ