শুক্রবার (২৮ জুলাই) স্ট্যান্ডিং কমিটির এক সভায় বন্যা পরিস্থিতির বিশ্লেষণ করে বলা হয়, বর্তমানে যে পরিস্থিতি তা আগামী মধ্য আগস্টে আরও প্রকোপ হতে পারে। বন্যায় মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে এবং আগামীতে এর বিস্তৃতি ঘটবে।
সভায় পার্টির সবস্তরের নেতা কর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
এছাড়া বন্যা, ত্রাণ সমন্বয় করার জন্য পার্টি পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিককে আহ্বায়ক করে তিন সদস্যের ত্রাণ কমিটি গঠন করা হয়।
কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটি সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড নুরুল হাসান, কমরেড নুর আহমদ বকুল ও কমরেড কামরূল আহসান।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
আইএ