ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অন্যান্য দল

গণসংহতির সমন্বয়কারীর দায়িত্বে আবুল হাসান রুবেল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
গণসংহতির সমন্বয়কারীর দায়িত্বে আবুল হাসান রুবেল আবুল হাসান রুবেল

ঢাকা: গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবুল হাসান রুবেল। বুধবার (০২ আগস্ট) গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিবৃতিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরাতে বলা হয়, প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি চলতি আগস্ট মাসে জার্মানি, ফ্রান্স সফরে ‘বৈশ্বিক বামপন্থি আন্দোলনের পুনর্গঠন বিষয়ে’ আলোচনা করবেন এবং  ইউরোপের কয়েকটি দেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

জোনায়েদ সাকির অনুপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে আবুল হাসান রুবেল দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ