ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

তৃতীয় জোট গড়ার লক্ষ্যে বি চৌধুরীর বাসায় বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
তৃতীয় জোট গড়ার লক্ষ্যে বি চৌধুরীর বাসায় বৈঠক তৃতীয় জোট গড়ার লক্ষ্যে বি চৌধুরীর বাসায় বৈঠক। ছবি: বাংলানিউজ

ঢাকা: তৃতীয় জোট গড়ার লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক করেছেন এ জোটের উদ্যোক্তরা।

তবে আওয়ামী লীগ-বিএনপির বাইরে থাকা জাতীয় নেতাদের সম্মিলিত এ প্রচেষ্টায় শরিক হয়েছেন আওয়ামী লীগ সরকারের অংশীদার জাতীয় পার্টির কো -চেয়ারম্যান জি এম কাদের।
 
বুধবার (০২ আগস্ট) রাতে বি চৌধুরীর বারিধারার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গত ১৩ জুলাই রাতে রবের উত্তরার বাসায় এ বৈঠক হবার কথা ছিল। কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
 
বৈঠক শেষে জি এম কাদের সাংবাদিকদের বলেন, সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি এসেছি। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
 
বি চৌধুরী বলেন, যারা দেশ নিয়ে ভাবেন, দেশের কথা চিন্তা করেন, তারা সবাই এক সঙ্গে বসেছিলাম।
 
নাগরিক ঐক্য’র চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না বলেন,  আমরা কিছু একটা করব। তবে এটা এখনই প্রকাশ করতে পারছি না। সময় হলেই জানতে পারবেন।
 
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব বলেন, এ ধরনের আরও বৈঠক অনেকের সঙ্গে আমরা করব।
 
বি চৌধুরীর ছেলে মাহী বলেন, রাজনীতিকদের একজন অপরজনকে সহ্য করতে না পারার যে সংস্কৃতি চালু হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে চাইছি আমরা।
 
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, আওয়ামী লীগ-বিএনপি নেতৃত্বাধীন দুই জোটের বাইরে তৃতীয় রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে এ বৈঠক। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যয়ে রয়েছে।
 
বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এজেড/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ