ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অন্যান্য দল

রাজশাহীতে জামায়াতের নায়েবে আমিরসহ আটক ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
রাজশাহীতে জামায়াতের নায়েবে আমিরসহ আটক ৪

রাজশাহী: রাজশাহীর লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে মহানগর জামায়াতের নায়েবে আমিরসহ ৪ জনকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক কর‍া হয়।

আটকরা হলেন- রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রফেসর এম নজরুল ইসলাম, রোকন মাইনুল ইসলাম, জামায়াত নেতা আবদুস সবুর ও কাজী মহিউদ্দিন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বর্তমানে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ