ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

কল্যাণ পার্টি মহাসচিব নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
কল্যাণ পার্টি মহাসচিব নিখোঁজ কল্যাণ পার্টি মহাসচিব এম.এম. আমিনুর রহমান

ঢাকা: ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ কল্যাণ পার্টি মহাসচিব এম.এম. আমিনুর রহমান নিখোঁজ হয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) সকালে দলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত রোববার (২৭ আগস্ট) রাত ১০টার পর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে অবস্থিত বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

কিন্তু তার পর থেকে তার কোন খবর নেই। তার মোবাইল ফোনও বন্ধ। এ অবস্থায় পরিবার, পার্টির সহযোদ্ধা ও রাজনৈতিক সহকর্মীরা খুবই উদ্বিগ্ন।

পরিবারের পক্ষ থেকে পল্টন থানায় সাধারণ ডায়রি করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে নিখোঁজ মহাসচিব এমএম আমিনুর রহমানকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ