ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

‘আদালতকে রাজনীতির মঞ্চ না করতে সমালোচনা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
‘আদালতকে রাজনীতির মঞ্চ না করতে সমালোচনা’

মুন্সীগঞ্জ: তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আদালতকে রাজনীতির মঞ্চ না করতে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সমালোচনা করা হচ্ছে। এজন্য ভুল বুঝবেন না।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে জেড এইচ সিকদার শপিং সেন্টারে দুটি মিনি সিনে কমপ্লেক্স ও রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের পর বিচারপতিরা আপত্তিকর বক্তব্য দিয়েছেন।

বিচারপতিরা যাতে দাবার গুটিতে পরিণত না হন,  সেজন্য আমরা সতর্কভাবে সমালোচনা করেছি, যাতে আদালত রাজনীতির মঞ্চ না হয়।

তিনি আরো বলেন, আধুনিক সমাজ গড়তে বিচার বিভাগ ও গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও সজাগ দৃষ্টি রাখে। যাতে নির্বাহী বিভাগ আইনের ভেতরে থাকে এবং আইনবিভাগ আইনের ভেতরে থাকে।   বিচার বিভাগ, গণমাধ্যম ও বিচারপতিরা ভুল করতে পারেন না।

এসময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তানবীর মোহাম্মদ আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ