ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

মানিকগঞ্জে জাসদের বিক্ষোভ-মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
মানিকগঞ্জে জাসদের বিক্ষোভ-মানববন্ধন মানিকগঞ্জে জাসদের বিক্ষোভ-মানববন্ধন

মানিকগঞ্জ: মায়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধে অবিলম্বে জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপ কামনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে মানিকগঞ্জ জেলা জাসদ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা জাসদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা জাসদের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে করে।

জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, যুগ্ম-সম্পাদক আসলাম খান বাবুসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতারা।

বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা সারা বিশ্বের জন্য একটি নরকীয় ইতিহাস। আরাকানে রোহিঙ্গা মুসলিম ও হিন্দু হত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।  

এ সময় নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ