বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা জাসদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে।
জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, যুগ্ম-সম্পাদক আসলাম খান বাবুসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতারা।
বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা সারা বিশ্বের জন্য একটি নরকীয় ইতিহাস। আরাকানে রোহিঙ্গা মুসলিম ও হিন্দু হত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
জিপি