ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

বিয়ানীবাজারে জামায়াত নেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
বিয়ানীবাজারে জামায়াত নেতা গ্রেফতার মুফচ্ছির আহমেদ ফয়েজী

সিলেট: সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াতে সাবেক সেক্রেটারি মওলানা মুফচ্ছির আহমেদ ফয়েজীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফয়েজী চারটি মামলায় পলাতক আসামি।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মাথিউরার উত্তরপাড় গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০১৫ সালে পুলিশের সঙ্গে জামায়াত-বিএনপির সংঘর্ষ ও একাধিক নাশকতার মামলার আসামি। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ