ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলনের সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলনের সমাবেশ রোহিঙ্গাদের নির্যাতনে প্রতিবাদে ইসলামী আন্দোলনের সামাবেশ- ছবি: শাকিল আহমেদ

ঢাকা: মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন রাস্তায় এ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনটির আমির রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

 

সমাবেশে শেষে বেলা পৌনে ১২টার দিকে কড়া পুলিশি প্রহরায় ঢাকায় অবস্থিত মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের জন্য পদযাত্রা শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে শান্তিনগর মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই নেতাকর্মীরা বক্তব্য দিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।  

নেতারা বলেন, আগামী ২১ সেপ্টেম্বর ঢাকাস্থ জাতিসংঘ অফিস ঘেরাও করার কর্ম​সূচি এবং পরবর্তীতে লংমার্চের মতো কর্মসূচিও দেওয়া হবে।

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এ ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হেয়ছিল বলে জানান ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের গবেষণা ও প্রচার সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হাসান।
 
এদিকে, সমাবেশ চলাকালে নেতা কর্মীরা মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের সহযোগিতার জন্য বাক্স হাতে টাকা তুলতে দেখা যায়।

সামাবেশের কারণে পল্টন মোড় থেকে দৈনিক বাংলা পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে।

বাংলাদশে সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ