ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

রোহিঙ্গা নির্যাতন-হত্যা বন্ধের দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
রোহিঙ্গা নির্যাতন-হত্যা বন্ধের দাবিতে বগুড়ায় মানববন্ধন রোহিঙ্গা নির্যাতন-হত্যা বন্ধের দাবিতে বগুড়ায় মানববন্ধন

বগুড়া: মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানিয়ে বগুড়ায় সিপিবি-বাসদ ও বামমোর্চার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।

জেলা বাসদের সদস্য সচিব সাইফুজ্জামান টুটুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সিপিবির জেলার সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহ সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ সদস্য আমিনুল ইসলাম, আব্দুর রশিদ, সহিদুল ইসলাম, শীতল সাহা প্রমুখ।

 

বক্তারা বলেন, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে তা অমানবিক, নিষ্ঠুর ও বর্বরোচিত। অবিলম্বে এ নির্যাতন বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে হবে।  

এজন্য সরকারকে ব্যাপকভাবে কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ