ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

ছাত্রলীগের বিরুদ্ধে রাবি শিবিরের মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
ছাত্রলীগের বিরুদ্ধে রাবি শিবিরের মামলা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে গত ৮ আগস্ট শিবিরের নেতাকর্মীদের মারধরের ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাবি শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক নাবিউল ইসলাম বাদী হয়ে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগের ২৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৫ ও  ৩২৬ ধারায় দায়েরকৃত এ মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, রাবি ছাত্রলীগের
সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহসভাপতি মাহফুজ আল আমিনসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বাংলানিউজকে বলেন, ‘ছাত্রলীগের বিরুদ্ধে শিবির মামলা করেছে। আদালত বন্ধ থাকায় মামলার বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। শিবির মামলা-হামলা করে ছাত্রলীগকে দমাতে পারবে না। শিবিরকে প্রতিহত করতে ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে। ’

মামলার বিষয়ে রাবি ছাত্র শিবিরের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ