শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ ঘটে।
প্রকৌশলী শ্যামল কুমার রায়কে সভাপতি ও সুকৃতি কুমার মন্ডলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন হিন্দু সম্প্রদায়ের নেতা ও তথ্য প্রযুক্তিবিদ বীরেন্দ্রনাথ অধিকারী।
বিএমজেপির নবঘোষিত সাধারণ সম্পাদক সুকৃতি কুমার মন্ডল বলেন, অখণ্ড মানবতায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ৭ দফা বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি (বিএমজেপি)।
বিএমজেপি ঘোষিত ৭ দফা হলো- সাংবিধানিক রক্ষাকবচ, জনপ্রতিনিত্ব ও ক্ষমতায়ন, সম অধিকার ও সমমর্যাদা, স্বার্থবান্ধব আইন প্রণয়ন ও বাস্তবায়ন, শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিরসন, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিতকরণ সহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, বর্ণবৈষম্যহীন এবং ধর্মান্ধতা ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণ।
এ সময় উপস্থিত ছিলেন নবঘোষিত কমিটির সহ-সভাপতি ড. মোহাম্মদ আব্দুল হাই, জ্ঞান বিকাশ চাকমা, সিনিয়র যুগ্ম সম্পাদক পলাশ কান্তি দে, যুগ্ম সম্পাদক ম্যালকম মেন্ডিস, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুপুর ঘোষ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এএম/এমজেএফ