ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অন্যান্য দল

নাটোরে তিন জামায়াতকর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
নাটোরে তিন জামায়াতকর্মী আটক

নাটোর: হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় নাটোরে দলটির তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) দিনগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনজন হলেন, জামায়াতকর্মী শহরের বলারীপাড়ার কাজী ফরহাদ, কাজী টিপু ও কাজী ফরিদ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তারা জামায়াতের সক্রিয়কর্মী। তাদের ডাকা হরতালে নাশকতা করতে পারেন এই আশঙ্কায় অভিযান চালিয়ে তিনজনকে বলারীপাড়া থেকে আটক করা হয়েছে।  

তাদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে, জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ