ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অন্যান্য দল

ঝিনাইদহে জামায়াতের আট নেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
ঝিনাইদহে জামায়াতের আট নেতা আটক আট নেতা আটক

ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গেলো রাত থেকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর ও মহেশপুর উপজেলা থেকে তাদের ধরা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দেশব্যাপী ডাকা জামায়াতের হরতাল সমর্থনে জেলার বিভিন্নস্থানে নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করতে পারেন এমন শঙ্কায় সদর থেকে পাঁচজন ও মহেশপুর উপজেলা থেকে তিনজনকে ধরা হয়েছে।  

তাদের নামে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ