ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অন্যান্য দল

সিলেট হরতালে মাঠে নেই জামায়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
সিলেট হরতালে মাঠে নেই জামায়াত সিলেট হরতালে মাঠে নেই জামায়াত- ছবি: আবু বকর

সিলেট: সিলেটে হরতাল ডেকে মাঠে নেই জামায়াত। দলের কেন্দ্রীয় আমীরসহ শীর্ষ নয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে হরতাল আহ্বান করে জামায়াত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করলেও সিলেটে রাজপথে নেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

সরেজমিন দেখা যায়, অন্যান্য দিনের মতোই সকাল থেকে সিলেটের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

সিলেটের আঞ্চলিক সড়কগুলোতেও যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এছাড়া সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, হরতালে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বেলা ১২টা পর্যন্ত কোথাও জামায়াত-শিবির নেতাকর্মীদের দেখা যায়নি।

জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হরতাল ডেকে মাঠে নেই বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ