ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অন্যান্য দল

‘চাঁদাবাজদের বেঁধে রাখা হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
‘চাঁদাবাজদের বেঁধে রাখা হবে’ বক্তব্য রাখছেন শুক্কুর মাহমুদ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ : বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের অর্ন্তভুক্ত বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সরদার আলমগীর মাস্টার ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সবুজ শিকদার মাস্টার।

রোববার (২৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল খেয়াঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কালচারাল এন্ড ট্রেনিং সেন্টারে নৌপথের বর্তমান সার্বিক পরিস্থিতি ও বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠনকল্পে আয়োজিত আলোচনা সভা শেষে সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগ ও জাহাজী শ্রমিক ফেডারেশন সভাপতি শুক্কুর মাহমুদ।

আব্দুল ওয়াহেদ মাস্টারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক গোলাম মোস্তফা মাস্টার, যুগ্ম-সম্পাদক লিয়াকত আলী, সহ-সম্পাদক ফিরোজ কায়সার, বিআইডব্লিউটিএ সিবিএ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিসি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার জাকির হোসেন চুন্নু মাস্টার, আশরাফউদ্দিন ভূইয়া, হাবিবুর রহমান মাস্টার, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি মান্নান মেম্বার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কবির হোসেন, ডেমরা শাখার সভাপতি জাকির হোসেন, দশআনি শাখার সভাপতি আক্তার হোসেন প্রমুখ।

সংগঠনের কার্যকরী সভাপতি পদে নিজামউদ্দিন খান, সহ-সভাপতি পদে নাননু হাওলাদার, কাউসার আহাম্মেদ, নুরুন্নবী মাস্টার, নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে বিল্লাল সিকদার, আল আমিন মাস্টার, সহ-সম্পাদক পদে তৈয়ব আলী, মোঃ মিজান, মোশারফ হোসেন মুছা মাস্টার, সাংগঠনিক সম্পাদক পদে জিয়াউল হক জিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক পদে জুয়েল মিয়া, অর্থ সম্পাদক পদে ইবরাহিম মুন্সী, সহ অর্থ সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক কবির হোসেন, সহ- দপ্তর সম্পাদক সেলিম মিয়া, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক হানিফ মিয়া, শ্রম আইন বিষয়ক সম্পাদক শাওন মিয়া, সহ শ্রম আইন বিষয়ক সম্পাদক মানিক হাওলাদার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আকরাম, সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জামাল, ক্রীড়া সম্পাদক সাহাবুদ্দিন মিয়া, সহ ক্রীড়া সম্পাদক দুলাল দফাদার, শ্রমিক কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, সহ শ্রমিক কল্যাণ সম্পাদক মোস্তফা বাহাদুর, কার্যকরী সদস্য পদে আসলাম হোসেন, জসিমউদ্দিন, মোঃ হারুন সুকানী নির্বাচিত হয়েছেন।

শুক্কুর মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকে বিভিন্ন ঘাটে ঘাটে শ্রমিকদের থেকে চাঁদা আদায় করা হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। যদি শ্রমিকরা চাঁদাবাজদের প্রতিহত করতে ঘাটে নামে তাহলে কারো চামড়া থাকবে না। যারা চাঁদাবাজি করবে তাদেরকে বেঁধে রাখা হবে। চাঁদাবাজদের কোন ধরনের ছাড় দেয়া হবে না।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ