শনিবার (০৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপুর গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এখনও খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনি ও ২১ আগস্টের খুনিদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি।
‘খালেদা জিয়া যখন রাজাকার ও জঙ্গিদের নিয়ে দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিলেন তখন জাসদ এবং আওয়ামী লীগ ঐক্য তৈরি করে। তিনি যখন যুদ্ধাপরাধীদের সঙ্গে খাতির করছিলেন তখনকার সময়ের নির্বাচনেও এ ঐক্য অটুট ছিল, যা ভবিষ্যতেও থাকবে। ’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, সাংগাঠনিক সম্পাদক আফতাব উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে ওই গ্রামের ১৫৪জন নতুন গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমএ/