ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

ফুলবাড়িয়ায় ইনুর জনসভা ২২ নভেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ফুলবাড়িয়ায় ইনুর জনসভা ২২ নভেম্বর হাসানুল হক ইনু (ফাইল ছবি)

ময়মনসিংহ: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু আগামী ২২ নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসছেন।

সেদিন দুপুরে স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।  

দলীয় প্রধানের আগমন ও জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে উপজেলা জাসদ।

জনসভাকে স্বার্থক ও সাফল্যমণ্ডিত করতে ব্যাপক লোকসমাগমেরও টার্গেট নিয়েছে দলটির নেতাকর্মীরা।  

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।  

সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু বাংলানিউজকে জানান, দীর্ঘ প্রতিক্ষীত এ জনসভায় স্মরণকালের সর্ববৃহৎ শোডাউন করা হবে। জনসভার মাধ্যমে জাসদ নিজেদের সাংগঠনিক শক্তিও প্রদর্শন করবে। মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ১৪ দলের ঐক্য আরও সুসংহত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ