ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা চায় শ্রমিক জোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা চায় শ্রমিক জোট জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ময়মনসিংহ জেলা শ্রমিক জোটের সম্মেলনের উদ্বোধন করা হয়। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে গেলেও শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে জেলা শ্রমিক জোটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ অভিযোগ করেন।

নাইমুল আহসান বলেন, শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা না হওয়ায় এ ক্ষেত্রে বৈষম্য চলছে।

বর্তমানে মহাজোট সরকার দেশ পরিচালনা করছে। তাই অবিলম্বে শ্রমিক ফেডারেশনের মাধ্যমে শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করে শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে।  

জেলা শ্রমিক জোটের আহ্বায়ক শামসুল আলম খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন, কৃষক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রতন সরকার, জেলা জাসদের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আমিন প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ