ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

লক্ষ্মীপুরে জামায়াতের ১৫ নারীকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
লক্ষ্মীপুরে জামায়াতের ১৫ নারীকর্মী আটক আটক জামায়াত কর্মীরা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গোপন বৈঠক করার অভিযোগে জামায়াতের ১৫ নারীকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজারের কামানখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পাখি আক্তার, রুবি বেগম, তাহেরা বেগম, হিরন বেগম, সালমা বেগম, তানিয়া বেগম, পিংকি আক্তার, সুমি আক্তার, লাকি বেগম, বকুল বেগম, সুইটি আক্তার, বকুল, ফাতেমা বেগম, তানিয়া ও জাহেরা। আটকরা দালাল বাজারের ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

তবে তাদের দলীয় পদবী ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

থানা পুলিশ জানায়, ঘটনার সময় নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নারীরা গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১৫ জন নারীকে আটক করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, গোপন বৈঠক করার সময় আটক নারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা,  নভেম্বর ১৬, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ