ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

হরতালের সমর্থনে বগুড়ায় মিছিল-সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
হরতালের সমর্থনে বগুড়ায় মিছিল-সমাবেশ হরতালের সমর্থনে মিছিল। ছবি: আরিফ জাহান

বগুড়া: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বামপন্থীদের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে বগুড়ায় মিছিল ও সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের সাত মাথায় সিপিবি-বাসদ ও ছাত্রফ্রন্টের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদের জেলার আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, গণসংহতির জেলার প্রধান সমন্বয়ক আব্দুর রশিদ, বাসদ নেতা আমিনুল ইসলাম, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি রাধা রানী বর্মণ, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, নাদিম মাহমুদ, সাদ্দাম হোসেন, শীতল সাহা, প্রমুখ।

এর আগে শহরের সাতমাথা হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও হরতালের সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল বের করা হয়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ