৪ দলীয় এই জোটে বিকল্পধারা বাংলাদেশ ছাড়াও থাকছে জাতীয় সমাজতান্ত্রিক দল (রব), কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্য।
সোমবার (০৪ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এক বৈঠকে এ জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র বলছে, বৈঠকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের বি চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র সুসংহত করতে এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করবো। তবে এ জোটের বিষয়ে বিস্তারিত সপ্তাহ-দুয়েক পর জানানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এএম/এমএ