ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

বি চৌধুরীর নেতৃত্বে ৪ দলীয় নতুন জোট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বি চৌধুরীর নেতৃত্বে ৪ দলীয় নতুন জোট  উত্তরায় আ স ম রবের বাসায় বৈঠকে উপস্থিত নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে আহ্বায়ক করে নতুন বিকল্প রাজনৈতিক জোট ‘যুক্তফন্ট’ গঠন করা হয়েছে। 

৪ দলীয় এই জোটে বিকল্পধারা বাংলাদেশ ছাড়াও থাকছে জাতীয় সমাজতান্ত্রিক দল (রব), কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্য।  

সোমবার (০৪ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এক বৈঠকে এ জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে।

 

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।  

সূত্র বলছে, বৈঠকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের বি চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র সুসংহত করতে এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করবো। তবে এ জোটের বিষয়ে বিস্তারিত সপ্তাহ-দুয়েক পর জানানো হবে বলে জানান তিনি।   

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ