আলোচনা সভায় অতিথিসহ ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের কমন রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু বলেন, আজকের দিনেও বেগম রোকেয়া প্রাসঙ্গিক।
বর্তমানে নারীদের দুই ভাবে শোষণ করা হচ্ছে। এক হচ্ছে নারীদের মজুরি কম দেওয়া হয়, আরেক নারীদের দেহ ব্যবসায় নামানো। এসব শোষণ-নিপীড়ন থেকে নারীদের মুক্তির জন্য আরও বেগম রোকেয়া দরকার।
তিনি বেগম রোকেয়ার চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীমুক্তি আন্দোলনে অগ্রবর্তী ভূমিকা রাখতে সবার প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ৪৬তম আবর্তনের সুমাইয়া ফেরদৌসের সঞ্চালনায় এবং শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়মের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাবি ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুক হেলাল অনিকসহ নেতারা।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।