ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের হরিনাথপাড়া এলাকায় দিলীপ কুমার চাকমা ওরফে বিনয় (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। দিলীপ ইউপিডিএফ’র কর্মী বলে জানা গেছে।

 তিনি হরিনাথ পাড়ায় সাংগঠনিক দায়িত্বে ছিলেন। দিলীপ পানছড়ির মনিপুর এলাকার সন্তোষ কুমার চাকমার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে দিলীপসহ দুইজন বসে ছিলেন। এ সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের তাড়া করলে দিলীপ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পেছন থেকে অস্ত্রধারীরা গুলি করলে দিলীপ ঘটনাস্থলে মারা যান। অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।

ইউপিডিএফ’র জেলা সংগঠক মাইকেল চাকমা নিন্দা জানিয়ে বলেন, ‘ঘটনায় নব্য মুখোশ বাহিনী (ইউপিডিএফ গণতান্ত্রিক) ও জেএসএস এমএন লারমা গ্রুপের লোকজনেরা জড়িত।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, খবর শুনেছি।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ