ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

গাজীপুরে জামায়াত-শিবিরের ৪৫ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫০, এপ্রিল ২৭, ২০১৮
গাজীপুরে জামায়াত-শিবিরের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) পূবাই এলাকায় একটি রির্সোটে অভিযান চালিয়ে জামায়াতের আ‌মীরসহ জামায়াত-শিবিরের ৪৫জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় স্বপ্নচুড়া নামক একটি রির্সোটে নাশকতার পরিকল্পনা নিয়ে মিটিং করছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখের নেতৃত্বে ওই রির্সোটে অভিযান চালানো হয়। এসময় গাজীপুর মহানগর জামায়া‌তের আ‌মীর এসএম সানাউল্লাহসহ ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়।  

এ ব্যাপারে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ