ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

খাগড়াছড়িতে রোববার সকাল সন্ধ্যা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৯, মে ৫, ২০১৮
খাগড়াছড়িতে রোববার সকাল সন্ধ্যা হরতাল হরতালের ঘোষণা দিচ্ছেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতারা

খাগড়াছড়ি: নানিয়ারচরে গুলিতে সজীব হাওলাদার নিহতের প্রতিবাদে ও মহালছড়ি থেকে অপহৃত তিন যুবককে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে রোববার (০৬ মে) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

শনিবার (০৫ মে) সকালে বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা এক প্রতিবাদ সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সভাপতি মাঈন উদ্দিন, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।

এর আগে শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিবাদ সভাবক্তারা বলেন, এখনো অপহৃত তিনজনের কোনো খোঁজ নেই। প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে। এর মাঝে সন্ত্রাসীদের গুলিতে বাঙালি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববারের মধ্যে অপহৃত তিনজনকে উদ্ধার করতে না পারলে টানা ৭২ ঘণ্টা হরতাল পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তরা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ০৫, ২০১৮
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ