মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আবদুর রাজ্জাক খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (৩ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার বারোঘরিয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
তিনি আরো জানান, নাশকতার জন্য পরিকল্পনা করছিলেন তানোরের ওই জামায়াত নেতা। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে বর্তমানে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসএস/এএটি