ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

সিলেটের ৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জমিয়ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
সিলেটের ৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জমিয়ত জামিয়া লুগাতুল আরাবিয়ায় অনুষ্ঠিত সভা

সিলেট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বাদ জুম্মা বাংলাদেশ জমিয়তে উলামা সিলেট জেলা ও মহানগর শাখা কার্যনির্বাহী কমিটির এক যৌথ পরামর্শ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

এরমধ্যে সিলেট-১ সদর আসনে সিলেট জেলার সাধারণ সম্পাদক শায়খুল হাদিস তাহুরুল হক জকিগঞ্জী, সিলেট-৪ (জৈন্তা-গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) আসনে মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মাওলানা বদরুল হাসান রায়গড়ীকে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে।

নগরীর উপশহর জামিয়া লুগাতুল আরাবিয়ায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে সংগঠনের মহানগর সভাপতি শায়খ আব্দুর রউফ ও জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম।

দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক তাহুরুল হক জকিগঞ্জী, মহানগর শাখার যুগ্ম-সম্পাদক মাওলানা মোজাক্কির হোসাইন, জেলা অর্থ সম্পাদক মাওলানা শাহজাহান আহমদ, মহানগর সহ-সম্পাদক মাওলানা আব্দুল করিম ও মাওলানা শাহ নেছার আহমদ, কানাইঘাট উপজেলার সদস্য সচিব মাওলানা আব্দুল মতিন, গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, বিশ্বনাথ উপজেলা আহ্বায়ক মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, গোলাপগঞ্জ উপজেলা সদস্য সচিব মাওলানা হেমায়তুল্লাহ, সদর উপজেলা আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন, যুগ্ম-সচিব মাওলানা খলিলুর রহমান, সদস্য মাওলানা শুয়াইব খান ও মাওলানা শুয়াইব আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রার্থীরা দলের সমর্থনে স্বতন্ত্র নির্বাচন করবেন। তবে এ ব্যাপারে কেন্দ্রের যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ