ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

সুনামগঞ্জে শিবিরের ১৭ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, সেপ্টেম্বর ২৭, ২০১৮
সুনামগঞ্জে শিবিরের ১৭ নেতাকর্মী আটক আটক শিবিরের নেতাকর্মীরা

সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাসন নগর এলাকায় গোপন বৈঠকের সময় ১৭ জন শিবির নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি নজরুল ইসলাম (৩০), সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. হাবীবুর রহমান জুনায়েদ (২৮), জেলা শাখার সদস্য আবু তাহের (২৮), আলীফনুর (২০), ইয়াকুব আলী (২০), রুহুল আমিন (২২), বিলাল হোসেন (১৯), আবু ত্বোহা (১৮), নজির হোসেন (২১), ফাহিম আহমদ (২০), গিয়াস মিয়া (২৩), আশিক বিল্লাহ (২৩), শরিফ মিয়া (২২), ইমন আহমেদ (২০), তাজুল ইসলাম (১৮), আবুল হোসেন (২৫) ও মাহফুজুর রহমান (১৮)।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসন নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ