ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

ঐক্যফ্রন্টের রোড মার্চ বাতিল, হবে জনসভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
ঐক্যফ্রন্টের রোড মার্চ বাতিল, হবে জনসভা

ঢাকা: ঢাকা থেকে রাজশাহী অভিমুখে ঘোষিত বৃহস্পতিবারের (৮ নভেম্বর) রোড মার্চ কর্মসূচি বাতিল করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে আগের ঘোষণা অনুযায়ী শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহীতে জনসভা করবে গণফোরাম-বিএনপিসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত এ জোট।

বুধবার (৭ নভেম্বর ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দুপুরে গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপের পরে বিকেলে বেইলি রোডে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের বাসভবনে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছিলেন, আমরা বৃহস্পতিবার রোড মার্চ করে রাজশাহী যাবো।

শুক্রবার সেখানে জনসভা করবো।  

তবে এ কথা বলার ঘণ্টাকয়েক পরেই রোড মার্চ কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত জানালেন ফখরুল।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমএইচ/এইচএ/

** রাজশাহীর গণকপাড়ায় জনসভার অনুমতি পেলো ঐক্যফ্রন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ