ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

বিকল্পধারার মনোনয়ন ফরম কিনেছেন ১৩৭ প্রার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
বিকল্পধারার মনোনয়ন ফরম কিনেছেন ১৩৭ প্রার্থী

ঢাকা:  বিকল্পধারার প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণ ও জমা কার্যক্রম চলছে। ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম সোমবার (১৯ নভেম্বর) পর্যন্ত চলবে। 

রোববার (১৮ নভেম্বর) বিকল্পধারার দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার রাত ৮টা পর্যন্ত বাড্ডার নির্বাচনী কার্যালয়ে মোট ১৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়। আর জমা দিয়েছেন ২০ প্রার্থী।

সোমবার সকাল ১১ থেকে রাত ১০ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শেষ হবে।  
 
রোববার সন্ধ্যায় মনোনয়ন ফরম জমা দেন বিএনপি থেকে বিকল্পধারায় সদ্য যোগ দেওয়া সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম চৌধুরী। তিনি সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর) আসন থেকে প্রার্থী হতে ইচ্ছুক।  

আর বিকল্পধারার প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মুনিরুল ইসলাম টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর) আসন, বিকল্পধারার যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মিছবাহ জামাল সিলেট-১, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ব্রাক্ষণবাড়িয়া-৬ আসনে মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন।    

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ