ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

মনোনয়নপত্র জমা দিয়েছেন মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
মনোনয়নপত্র জমা দিয়েছেন মান্না শাহ সুলতান বলখী (র.) এর মাজার জিয়ারত করছেন মান্না

বগুড়া: নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে মাহমুদুর রহমান মান্না ঐতিহাসিক মহাস্থানে অবস্থিত শাহ সুলতান বলখী (র.) এর মাজার জিয়ারত করেন।

শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইদুর রহমার সাগর বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে মাহমুদুর রহমান মান্না সস্ত্রীক বগুড়ায় আসেন। পরদিন বুধবার তিনি বগুড়া শহরের চকলোকমান এলাকায় তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এরপর ঐতিহাসিক মহাস্থানে অবস্থিত শাহ সুলতান বলখী (র.) এর মাজার জিয়ারত করে মনোনয়নপত্র জমা দেন।

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না ছাড়াও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ