ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

অন্যান্য দল

ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪১, ডিসেম্বর ৭, ২০১৮
ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের ফাইল ছবি

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আগামীকাল শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায়। রাজধানীর আরামবাগে গণফোরাম অফিসে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিন বিকেল ৫টায় গণফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। যদিও এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 

আগামী ১৭ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

স্টিয়ারিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য রেজা কিবরিয়া প্রমুখ।

বাংলাদেশ সময় : ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ