ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

গ্যাসের দাম বৃদ্ধি অবৈধ: ওয়ার্কার্স পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
গ্যাসের দাম বৃদ্ধি অবৈধ: ওয়ার্কার্স পার্টি

ঢাকা: গ্যাসের দাম বৃদ্ধির ফলে গরিব-মধ্যবিত্তের উপর চরম চাপ সৃষ্টি হবে। এ গ্যাসের দাম বৃদ্ধি অবৈধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।

রোববার (৩০ জুন) সন্ধ্যায় ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর বৈঠকের পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে নেতারা বলেন, জাতীয় সংসদে বাজেট পাসের আগেই গ্যাসের দাম ৩২ শতাংশ বাড়ানো হলো।

দাম বৃদ্ধির প্রভাব শুধুমাত্র গৃহস্থালি কাজের উপরেই পড়বে না পরিবহন, শিল্পখাত এবং বিদ্যুৎ খাতসহ প্রায় সব ক্ষেত্রেই দাম বেড়ে যাবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এ বাজেট মধ্যবিত্তের উপর কোনও প্রভাব ফেলবে না। জিনিসপত্রের দামও বাড়বে না। অথচ আমরা দেখছি বাজেট শেষ না হতেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।

ওয়ার্কার্স পার্টির নেতারা আরও বলেন, কিছুদিন আগেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। যা ছিল অবৈধ। এনার্জি রেগুলেটরি কমিশন এভাবে আবারও গ্যাসের দাম বাড়াতে পারে না।  

সুতরাং ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো গ্যাসের দাম বৃদ্ধির প্রত্যাহার দাবি করছে। সেই সঙ্গে সংসদে এ বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণের দাবি জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
আরকেআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ

welcome-ad