ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

আলমডাঙ্গায় জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
আলমডাঙ্গায় জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেফতার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (০৯ ডিসেম্বর) রাতে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- উপজেলার ভেদামারি গ্রামের মোফাজ্জেল মুন্সীর ছেলে জামায়েতের ওয়ার্ড আমীর ফাওজুল মুন্সী (৩৮), জাহাপুর গ্রামের ভাগ্যবান মল্লিকের ছেলে জামায়াত নেতা দুধ মল্লিক (৬০), দোড়গাছা গ্রামের মৃত আকবর আলীর ছেলে কাদের আলী (৪৯) ও একই গ্রামের মৃত তোফাজ্জেল মুন্সীর ছেলে রেন্টু মুন্সী (৪৭)।

পুলিশ জানায়, জামায়াতের সদস্যরা ঘোলদাড়ি বাজারে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওয়ার্ড জামায়াতের আমীর ফাওজুল মুন্সীসহ নাশকতার মামলায় পালিয়ে থাকা চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বাংলানিউজকে জানান, আসামিদের বিরুদ্ধে এর আগেও নাশকতার মামলা রয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ