ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

নাগরিকত্ব আইন মুসলিমদের ভারতছাড়া করার ষড়যন্ত্র: সাকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
নাগরিকত্ব আইন মুসলিমদের ভারতছাড়া করার ষড়যন্ত্র: সাকি বক্তব্য রাখছেন জোনায়েদ সাকি। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) মাধ্যমে ভারতে মুসলিমদের দেশছাড়া করার ষড়যন্ত্র চলছে। এর মাধ্যমে বিজেপি সরকার দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করছে। বিজেপি যে সাম্প্রদায়িক, এসবের মাধ্যমে আবারও তার প্রমাণ দিল। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতে আন্দোলকারী ছাত্র-জনতার প্রতি সংহতি ও সিএএ-এনআরসির প্রতিবাদে এক সমাবেশে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, ভারতে যে হিন্দুত্ববাদী সরকারের শাসন চলছে সেখানে মুসলিমদের জন্য নরক।

সেখানে নাগরিকত্ব আইন পাসের মাধ্যমে মুসলিমদের দেশছাড়া করার ষড়যন্ত্রে মেতেছে বিজেপি সরকার। চার মাস আগে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়, সেখানে অস্থিরতা কাটেনি, বন্দি অবস্থায় আছে কাশ্মীরবাসী। এরপর নাগরিকত্ব আইনের মাধ্যমে নানা অঞ্চলে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চাচ্ছে তারা।

জোনায়েদ সাকি বলেন, এ বিল সংসদে উত্থাপনের পরপরই সাধারণ ছাত্র-জনতা প্রতিবাদ করতে থাকে। ২০টি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করছে, অনেক রাষ্ট্র এ আইনের প্রয়োগ হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। আমরা আশঙ্কা করছি এর মাধ্যমে দক্ষিণ এশিয়াতে অশান্ত পরিবেশ তৈরি হবে। এরপরও আমাদের সরকার ভারতের তাবেদারি করে প্রতিবাদ করে না।

গণসংহতি আন্দোলনের নেতা বলেন, ভারতের এ আইনের ফলে সেখানকার মানুষ ইতোমধ্যে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বললেন, ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো না, কাজের জন্য বাংলাদেশে এসেছে। আবার সীমান্তে হত্যাকাণ্ড হয়, আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের মতো কথা বলেন। মঙ্গলবার ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্ররা প্রতিবাদ করেছিল। সেখানে ছাত্রলীগ হামলা করেছে। আমরা এ হামলার তীব্র প্রতিবাদ জানাই।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সংগঠনটির রাজনৈতিক পরিষদ নেতা ফিরোজ আহমেদ, তাসনিমা আক্তার, উপদেষ্টা সদস্য মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় নেতা লেখক অরুপ রাহি, বিপ্লব রায়, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ইএআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ