বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পলিটব্যুরোর সদস্যদের সভা থেকে সরকারের কাছে এ আহ্বান জানানো হয়। দলটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘করোনা ভাইরাস এখন বিশ্বে মহামারী রূপ ধারণ করেছে। এখনও পর্যন্ত এ ভাইরাসের প্রতিষেধকও আবিষ্কার হয়নি। যার ফলে এ রোগ বিস্তারের ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থাই একমাত্র উপায়। পৃথিবীর বিভিন্ন দেশে এ ব্যাপারে কার্য্যকর ব্যবস্থা নিলেও বাংলাদেশ এ বিষয়ে যে প্রস্তুতি নিয়েছে তা নিতান্তই অপ্রতুল, কার্যত অনুপস্থিত। ’
‘স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা বিষয়ে ডেঙ্গু পরিস্থিতির মতোই ব্যর্থতায় পরিচয় দিয়েছে। দেশের বিমান বন্দর, স্থল ও নৌবন্দরে যাত্রীদের পরীক্ষা করার ব্যবস্থা কার্যত অনুপস্থিত। পত্রিকার খবরে প্রকাশ বহু টাকা দিয়ে সদ্য কেনা সাতটি থার্মাল স্ক্যানিং মেশিনের ছয়টিই অচল। আক্রান্ত রোগীর কোয়ারেন্টাইনের ক্ষেত্রে অ্যাডহক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’
এ ধরনের মহামারি রোধে বিজ্ঞানীদের প্রচেষ্টায় সর্বাত্মক সহযোগিতা নেওয়া, ভাইরাসের বিস্তৃতি রোধে সব ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এক্ষেত্রে বাংলাদেশ কেবল পিছিয়েই নেই, কিছুটা হলেও দায়িত্বজ্ঞানহীন পরিচয় দিচ্ছে। এটা অব্যাহত থাকলে ঘনবসতিপূর্ণ বাংলাদেশকে চরমমূল্য দিতে হবে।
তাই সরকারসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে করোনা ভাইরাসরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। একইসঙ্গে জাতীয় সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জরুরি ভিত্তিতে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে দলটি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
আরকেআর/ওএইচ/