ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

বিদ্যুৎ-পানি-গ্যাস বিল আদায় স্থগিত করুন: খালেকুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
বিদ্যুৎ-পানি-গ্যাস বিল আদায় স্থগিত করুন: খালেকুজ্জামান

ঢাকা: সাধারণ ছুটি এবং লকডাউনের সময় রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ-পানি ও গ্যাস বিল আদায় স্থগিত এবং জরিমানা না করার আহবান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সরকারের কাছে এ দাবি করেন।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, সারাদেশে করোনার সংক্রমণ প্রতিনিয়ত বেড়ে চলেছে।

সরকারের সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বহাল রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ‘সারাদেশ ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে। অফিস, আদালত, দোকানপাট, রিকশা, ভ্যানসহ সবকিছু বন্ধ। মানুষ কর্মহীন-রোজগারহীন ঘরে বন্দি। এ অবস্থায়ও সব বিদ্যুৎ কোম্পানিগুলো এবং ওয়াসা মোবাইলে এসএমএস পাঠিয়ে বিল পরিশোধের জন্য তাগাদা দিচ্ছে এবং সময়মতো বিল পরিশোধ না করলে জরিমানাসহ পরিশোধ করতে হবে বলে নোটিশ দিচ্ছে।

করোনা সংক্রমণের এই মহা দুর্যোগের সময়ে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল মওকুফ না করলেও অন্তত আগামী জুন পর্যন্ত সব বিল আদায় স্থগিত ও জরিমানা না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান খালেকুজ্জামান

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ