ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য খেলা

কুর্মিটোলায় সিকদার গ্রুপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
কুর্মিটোলায় সিকদার গ্রুপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে ‘সিকদার গ্রুপ ইন্ডিপেনডেন্ট ডে কাপ গলফ টুর্নামেন্ট ২০১৬’।

শুক্রবার (২৫ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ।

এতে আরও অতিথি ছিলেন আরঅ্যান্ডআর এভিয়েশন লিমিটেড ও আরঅ্যান্ডআর হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান রিক হক সিকদার, কোম্পানির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম মোহনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার (লজিস্টিকস এরিয়া, ঢাকা) মেজর জেনারেল মিজানুর রহমান খান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ সাঈদ সিদ্দিকী, ক্লাব টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. ওবাইদুল হক ও ক্লাবের জেনারেল ম্যানেজার (গলফ অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আব্দুল বারি।

টুর্নামেন্টে অংশগ্রহণকারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ