ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য খেলা

আন্তর্জাতিক রেটিং দাবায় শীর্ষে ৩৮ দাঁবাড়ু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
আন্তর্জাতিক রেটিং দাবায় শীর্ষে ৩৮ দাঁবাড়ু

ঢাকা: আমিন মোহাম্মদ গ্রুপ, এএসটি বেভারেজ লিমিটেড ও বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায়, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আমিন মোহাম্মদ গ্রুপ ও এএসটি বেভারেজ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ৩৮জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

দ্বিতীয় রাউন্ডের খেলা রোববার (২৭ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।



দ্বিতীয় রাউন্ডের খেলায় জিয়া বদরুলকে, শাকিল আশুতোশকে, পরাগ মুকিতুলকে, নাসির নূরুলকে, সিয়াম বাবুলকে, সোহেল আসাদুজ্জামানকে, পল্লব শহিদুল আমিনকে, উতেন মনিকে, জাভেদ বাবুকে, মালেক মাহতাবকে, শরীফ যোয়ারকে, রেজা সব্যসাচীকে, মনির জাকিয়াকে, মতি হানিফ মোল্লাকে, স্মরন আনিসকে, অভিক শরিয়তকে, লাভলু সামিয়ুনকে, সিরাজ গৌরকে, হানিফ আফজালকে, আতাউর মুজিবুরকে, শিরিন মিজানকে, শামিম আমিরকে, জুয়েল সেলিমকে, মজুমদার সোহাগকে, রানী হামিদ আলমগীরকে, ফয়সাল ফিরোজকে, কাশেম শাহনাজকে, অভিষেক রেজাউল করীমকে, ফাহাদ নিলয়কে, এমদাদ শাহাদাতকে, রাশেদ একরামকে, সোহান মিলনকে, ইব্রাহীম মোরশেদকে, ইভা সেজুতিকে ও মানিক সক্ষমকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৬
‌এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ