ঢাকা: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় স্বাধীনতা দিবস ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও বাংলাদেশ পুলিশ ওয়াটার পোলো দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৫-৩ গোলের ব্যবধানে সবুজ দল চ্যাম্পিয়ন ও লাল দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী জনগণ খেলা উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
আইএ