ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য খেলা

বিটিআই ওপেনের শিরোপা জিতলেন সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
 বিটিআই ওপেনের শিরোপা জিতলেন সিদ্দিকুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম - ফাইল ফটো

ঢাকা: কুর্মিটোলা গলফ কোর্সে বিটিআই ওপেনের প্লে অফে জিতে শিরোপা নিজের করে নিলেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। প্লে অফে তিনি স্বদেশি সজীব আলিকে হারান।

আসরে তৃতীয় স্থান পান ভারতের সুজান সিং।

 

চার রাউন্ড শেষে সিদ্দিকুর ও সজীবের স্কোর দাঁড়ায় পারের চেয়ে ১৫ শট কম। ফলে প্লে অফে খেলা গড়ায়। কিন্তু এই পর্যায়ে অভিজ্ঞ সিদ্দিকুরের সঙ্গে পেরে উঠেননি সজীব। শেষ দিনে সিদ্দিকুর পারের চেয়ে ১ শট কম খেলেন। আর সজীব খেলেন ৬ শট কম।

বেশ কিছুদিন যাবত বাজে ফর্মে কাটাচ্ছিলেন সিদ্দিকুর। সেই সঙ্গে ইনজুরিও তার সঙ্গী হয়েছিল। তবে দেশের মাটিতে এমন জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তারকা এ গলফার।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ