ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য খেলা

এশিয়ান নেশনস কাপে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
এশিয়ান নেশনস কাপে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে অনুষ্ঠানরত এশিয়ান নেশনস কাপের পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ দাবা দল ৮ পয়েন্ট নিয়ে চীন ও ইরানের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রযেছে।

 

৯ পয়েন্ট নিয়ে ভারত পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩.৫-০.৫ পয়েন্ট ইরাককে পরাজিত করে।

বাংলাদেশের পক্ষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ইরাকের ফিদে মাস্টার মোহাম্মদ যোজেক সালেহ মোহাম্মদকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ইরাকের নামির মোহাম্মদ ইসমাইলকে ও আন্তর্জাতিক মাস্টার গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন ফিদে মাস্টার আব্দুল ওহাব আহমেদ আব্দুল সাত্তারকে পরাজিত করেন।

গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ইরাকের আকার আলী সালিহর সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ