ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য খেলা

ষষ্ঠ দিন জিতেছে আনসার ও যুব সংঘ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
ষষ্ঠ দিন জিতেছে আনসার ও যুব সংঘ

ঢাকা: মার্সেল ট্যালেন্ট হান্ট ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ-২০১৬’র ষষ্ঠ দিনে জয় পেয়েছে বাংলাদেশ আনসার ও যুব সংঘ।

 

৭ এপ্রিল থেকে শুরু হয়েছে মার্সেল ট্যালেন্ট হান্ট ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ-২০১৬।

এই টুর্নামেন্ট চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

মঙ্গলবার (১২ এপ্রিল) টুর্নামেন্টের ষষ্ঠ দিন ঢাকা ভলিবল স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ আনসার ২৫-১৭, ২৫-১৩, ২৫-০৯ পয়েন্টে ( ৩-০ সেটে ) বনানী নবারুন সংঘকে পরাজিত করে। আর দ্বিতীয় ম্যাচে যুব সংঘ ২৫-১০, ২৫-১৯, ২৫-১৪ পয়েন্টে ( ৩-০ সেটে) নবোদয় সংঘ ক্লাবকে পরাজিত করে।

এবারের ট্যালেন্ট হান্ট ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল টুর্নামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। আগের আসরে ৮টি দল অংশ নিয়েছিল। নতুন দুটি দল হলো বাংলাদেশ আনসার ও বিকেএসপি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ