ঢাকা: মার্সেল ট্যালেন্ট হান্ট ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ-২০১৬’র ষষ্ঠ দিনে জয় পেয়েছে বাংলাদেশ আনসার ও যুব সংঘ।
৭ এপ্রিল থেকে শুরু হয়েছে মার্সেল ট্যালেন্ট হান্ট ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ-২০১৬।
মঙ্গলবার (১২ এপ্রিল) টুর্নামেন্টের ষষ্ঠ দিন ঢাকা ভলিবল স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ আনসার ২৫-১৭, ২৫-১৩, ২৫-০৯ পয়েন্টে ( ৩-০ সেটে ) বনানী নবারুন সংঘকে পরাজিত করে। আর দ্বিতীয় ম্যাচে যুব সংঘ ২৫-১০, ২৫-১৯, ২৫-১৪ পয়েন্টে ( ৩-০ সেটে) নবোদয় সংঘ ক্লাবকে পরাজিত করে।
এবারের ট্যালেন্ট হান্ট ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল টুর্নামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। আগের আসরে ৮টি দল অংশ নিয়েছিল। নতুন দুটি দল হলো বাংলাদেশ আনসার ও বিকেএসপি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৬
এমআর