ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত ১৮তম দুবাই ওপেন দাবা ২০১৬ এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব চার খেলা শেষে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
তিন পয়েন্ট নিয়ে ৩২ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন রাকিব।
বাংলাদেশ নৌবাহিনীর অপর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব আড়াই পয়েন্ট ও আন্তর্জাতিক মাস্টার জাতীয় চ্যাম্পিয়ন মোহাম্মদ মিনহাজ উদ্দিন দুই পয়েন্ট অর্জন করেছেন।
চতুর্থ রাউন্ডের খেলায় রাকিব (রেটিং-২৪৭৮) এ ইভেন্টের ১১নং সিডেড খেলোয়াড় আজাবাইজানের গ্র্যান্ড মাস্টার সাফারলি এলটাজের (রেটিং-২৬৫৬) সাথে ড্র করেন। রাজীব সংযুক্ত আরব আমিরাতের সালেহ নাগিবকে পরাজিত করেন এবং মিনহাজ ইরানের গোদারজ কাসরার সাথে ড্র করেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৬
এমআর