ঢাকা: ক্লাব কাপ হকি টুর্নামেন্ট-২০১৬’র অষ্টম দিনে (সোমবার, ০২ মে) দুটি ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও আলোক স্বল্পতার কারণে সোনালী ব্যাংক ও বাংলাদেশ এসসির মধ্যকার ম্যাচটি ২৫ মিনিট হওয়ার পর বন্ধ করে দিতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালসরা।
ম্যাচের বাকি সময়ের খেলা মঙ্গলবার (০৩ মে) অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বাকি সময়ের খেলার পর বাংলাদেশ এসসিকে হারিয়ে প্রথম জয় পেয়েছে সোনালী ব্যাংক এসআরসি। ‘খ’ গ্রুপের এই ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে তারা। অন্যদিকে, গ্রুপ পর্বে বাংলাদেশ এসসির এটি তৃতীয় হার।
তাহের আলী, রকি ও প্রসেনজিতের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সোনালী ব্যাংক।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ০৩ মে ২০১৬
এমআর