ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য খেলা

প্রথম জয় পেয়েছে সোনালী ব্যাংক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, মে ৩, ২০১৬
প্রথম জয় পেয়েছে সোনালী ব্যাংক

ঢাকা: ক্লাব কাপ হকি টুর্নামেন্ট-২০১৬’র অষ্টম দিনে (সোমবার, ০২ মে) দুটি ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও আলোক স্বল্পতার কারণে সোনালী ব্যাংক ও বাংলাদেশ এসসির মধ্যকার ম্যাচটি ২৫ মিনিট হওয়ার পর বন্ধ করে দিতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালসরা।

 

ম্যাচের বাকি সময়ের খেলা মঙ্গলবার (০৩ মে) অনুষ্ঠিত হয়।

আগের দিনের ২৫ মিনিটের খেলায় ১-০ গোলে এগিয়ে ছিল সোনালী ব্যাংক।

মঙ্গলবার বাকি সময়ের খেলার পর বাংলাদেশ এসসিকে হারিয়ে প্রথম জয় পেয়েছে সোনালী ব্যাংক এসআরসি। ‘খ’ গ্রুপের এই ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে তারা। অন্যদিকে, গ্রুপ পর্বে বাংলাদেশ এসসির এটি তৃতীয় হার।
 
তাহের আলী, রকি ও প্রসেনজিতের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সোনালী ব্যাংক।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ০৩ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ