ঢাকা: ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬। বাংলাদেশের হয়ে এবারের আসরে জুনিয়র চ্যাম্পিয়ন অভিক সরকার ও জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অংশ নিয়েছেন।
দুই খেলায় অভিক ০.৫ পয়েন্ট লাভ করেছেন। আর ফাহাদ দুটি খেলাতেই পরাজিত হয়েছেন।
প্রথম রাউন্ডের খেলায় অভিক ভারতের গ্র্যান্ড মাস্টার অরবিন্দ চিথামবারামের কাছে এবং ফাহাদ শ্রীলঙ্কার নওতুনা দিনেথ নিমনাকার কাছে হেরে যান।
তবে, দ্বিতীয় রাউন্ডের খেলায় অভিক ভারতের টি এম অভিষেকের সাথে ড্র করেন কিন্তু হারের ধারাতেই রয়েছেন ফাহাদ। ভারতের এম আরিজিতের কাছে হেরে যান তিনি।
এশিয়ার ১০টি দেশের ৩ জন গ্র্যাড মাস্টার ও ৪ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৫৭ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ০৫ মে ২০১৬
এমআর