ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য খেলা

হকিতে মোহামেডানের বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মে ১৬, ২০১৬
হকিতে মোহামেডানের বড় জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: প্রিমিয়ার বিভাগ হকি লিগের প্রথম খেলায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ৭-৪ গোলে সোনালী ব্যাংককে পরাজিত করেছে। অপর ম্যাচে জয় পেয়েছে মোহামেডান এসসি লি:।

মোহামেডান ১২-০ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারায়।

 

সোমবার (১৬ মে) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলার ওয়ান্ডারার্স এর পক্ষে গোল করেন বিশাল, আল নাহিয়ান শুভ, সারোয়ার মোর্শেদ, হোসনে মোবারক ও মো: সজিব। এর মাঝে দুটি করে গোল করেন বিশাল ও সারোয়ার মোর্শেদ।

অপরদিকে, সোনালী ব্যাংকের পক্ষে গোল করেন রকি ও ইরফান। রকির স্টিক থেকে আসে তিনটি ফিল্ড গোল।

এদিকে, দিনে দ্বিতীয় খেলায় মোহামেডান এসসি লি: ১২-০ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। তাতে মোহামেডানের হয়ে গোলের দেখা পান মো: শহিদুল্লাহ টিটু, মো: ইমরান হাসান, মো: ওমর ভুট্টো, এএইচএম কামরুজ্জামান, তাসভার আব্বাস, সালমান সাদিক ও মো: শাকিল।

চারটি গোল করেন তাসভার আব্বাস এবং তিনটি গোলের দেখা পান মো: ওমর ভুট্টো।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ